ট্রাকের চাপায় ভারতীয় ট্রাক ড্রাইভার নিহত

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০ এএম, রোববার, ১৬ অক্টোবর ২০২২ | ৪২৮

যশোরের বেনাপোলে স্থলবন্দরে বাংলাদেশি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভারতীয় ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। রোববার সকালে বেনাপোল পোর্ট থানার সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের সময় ভারতীয় ট্রাক ড্রাইভার শ্যাম সুন্দর (৫৭) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভার  বাংলাদেশি ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘাতক ট্রাকের নাম্বার কুষ্টিয়া-ট ১১-১০৭৪।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, আজ ভোরে বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে বন্দরে প্রবেশের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন ভারতীয় ট্রাক ড্রাইভার। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।