নাটোরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসেসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি

৩০ তারিখের মধ্যে দাবী মেনে না নিলে পরবর্তীতে কঠোর কর্মসুচি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২২ পিএম, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮ | ৪৪০

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা বলেছেন, আগামী ৩০ তারিখের মধ্যে যদি দাবী আদায় না হয়। পরবর্তীতে আরও কঠোর কর্মসুচি দেওয়া হবে।

আপনাদের সাথে নিয়ে আগামী ফেব্রæয়ারির মধ্যেই দাবী আদায় করে ঘরে ফিরবো। সোমবার দুপুরে নাটোরের গুরুদাসপুর পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর পৌরমেয়র শাহনেওয়াজ আলী, নাটোর জেলা পৌরসভা সার্ভিস এস্যোসিয়েশনের সভাপতি জুলফিকার হায়দার বাবু, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবিতে সারাদেশের মতো নাটোরের ৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ২য় দিনের কর্ম বিরতি পালন করে। দাবী আদায়ে পানি সরবরাহ ছাড়া সকল কার্যক্রম বন্ধ রেখেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা।