বাউয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর স্থায়ী ক্যাম্পাসের স্কাইলাইট হলে সামার সেমিস্টার ২০১৭ ফাইনাল পরীক্ষায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও ২০১৭ সালের ফল সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেতন মওকুফের সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তির চেক ও সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম শহীদউল্লাহ, পিএসসি।
প্রধান অতিথি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
’ এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অতিরিক্ত রেজিস্ট্রার, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, , প্রক্টর, ছাত্র কল্যাণ পরিচালক, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।
২০১৭ সালের সামার সেমিস্টার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ২৪ জন ছাত্র-ছাত্রীকে মেধা বৃত্তির চেক ও সনদ এবং ২০১৭ সালের ফল সেমিস্টারে অধ্যয়নরত ৬টি বিভাগের ৪৮ জন ছাত্র-ছাত্রীকে বেতন মওকুফের সনদ প্রদান করা হয়।