গোপালপুরে বৈরান নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
প্রকাশিত: ০৫:২৬ পিএম, রোববার, ৯ অক্টোবর ২০২২ | ৩৮৪
টাঙ্গাইলের গোপালপুরে বৈরান নদীতে অজ্ঞাতনামা যুবকের লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে থেকে  পুলিশ লাশটি উদ্ধার করছে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে বৈরান নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে। পুলিশকে অবগত করলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যায় যুবকটির বয়স ২৫, তার পরনে একটি কালো শর্ট প্যান্ট, এবং বাম পায়ে পাতার উপরে একটি সাদা দাগ রয়েছে।
 
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান লাশটি মর্গে পাঠানো  হবে, সুরতহাল রিপোর্ট সাপেক্ষে ও লাশটি শনাক্ত মৃত্যুরহস্য উদঘাটন করা যাবে।