বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণে সাগরদিঘীর ৫ যুবক

ঘাটাইল সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৪ পিএম, শনিবার, ১৯ আগস্ট ২০১৭ | ৮২৫

নিউজ ডেস্ক, বন্যা কবলিত অঞ্চল গুলোতে পানি বন্দি জীবন যাপন দুর্বিসহ ও অবর্ণনীয় হয়ে পরেছে।

অর্ধাহারে-অনাহরে কাটছে দিন রাত। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির চরম সংকট। ফলে অসহায় সম্বলহীন এসব মানুষের জনজীবন আজ আতঙ্কে।

এসব বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরনের উদ্যোগ নেয় সচেতন পাঁচ তরুণ যুবক।এদের ব্যক্তি উদ্যোগে শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের ভয়াবহ দুর্গত এলাকার ১নং ওয়ার্ড বলরামপুর গ্রামে প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।

ত্রান সামগ্রি ছিল প্রতি প্যাকেটে চাউল, গোল আলু, খাবার স্যালাইন এবং দিয়াশলাই ।

নিজেদের তহবিলের সামর্থ অনুযায়ী তারা এ কর্মসূচি করেন। ব্যাক্তি উদ্যোগতাদের চার জনই এইচএসসি পরীক্ষার্থী আর এক জন ব্যবসায়ী। এরা প্রত্যেকেই হলেন ঘাটাইল উপজেলার সাগরদিঘী অঞ্চলের বাসিন্দা- ১। শফিকুল ইসলাম জয়, বড়চওনা-কুতুবপুর ডিগ্রি কলেজ ২। ফারুক ওয়াহিদ স্বাধীন, সাগরদিঘী কলেজ ৩। মাহিম হাসান(ব্যবসায়ী) ৪। মাছুম হাসান, সাগদিঘী কলেজ ৫। মিজান, সাগরদিঘী কলেজ।


এছাড়া দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা করেন ভুঞাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ও স্থানীয় ব্যক্তিরা
তবে তাদের পাশে যদি কোন সহায়তামূলক ফান্ড সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে সহস্রাধিক দুঃস্থ বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরণে উদ্বোদ্ধ হবেন তারা। এপর্যন্ত কোন ত্রান পাননি বলেও অনেকে জানান। দূর্গত এলাকার শামছুল হক(৫০) নামের এক ব্যাক্তির সাথে কথা বললে তিনি জানান ৮ সদস্য নিয়ে তার পরিবার, বন্যায় ঘর-বাড়ি, গরু-ছাগল, হাসঁ-মুরগি ও ঘরে থাকা ২০ মণ ধানসহ সব হারিয়ে অসহায় হয়ে নিরবচ্ছিন্ন দিন-যাপন করছেন তিনি। কিভাবে পরিবার বাঁচাবে এ নিয়ে হতাশায় এমন ১০ শতাধিক পরিবার।

রাস্তার কাছে মাচা তৈরী করে,কেউ টিনের চালে অথবা স্কুল প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে পানি ডুকেছে টাঙ্গাইলের ভূঞাপুর, গোপালপুর, কালিহাতি,নাগরপুর,মির্জাপুর ও বাসাইলে।

যার ফলে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। এ ৬টি উপজেলায় প্রায়


৫ লক্ষাধিক মানুষ পানি বন্দি আছেন। বন্ধ আছে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

ভূঞাপুর-তারাকান্দি বেরিবাধ ভেঙ্গে যাওয়ায় পিংনা অংশের অন্তত ১০ গ্রাম নতুন করে প্লাবিত হচ্ছে। ছড়িয়ে পড়ছে নানা পানিবাহিত রোগ। দেশের সকল স্তরের মানুষকে বন্যার্ত মানুষের পাশে দাড়াঁনোর আহ্বান এই তরুণ যুবকদের।

 

আলোকিত প্রজন্ম/কেআই