দিঘূলীয়া শহীদ মিজানুর রহমান হাই স্কুলে

শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮ | ৭৭০

দিঘূলীয়া শহীদ মিজানুর রহমান হাই স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন ও এসএসসি  শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানূয়ারী (শনিবার) বিকালে এ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয় । 

এসময়  শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন দিঘূলীয়া কৃতি সন্তান টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

মইনুল হক লিন্টু সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন আমিরূল ইসলাম প্যানেল মেয়র জেলা পরিষদ টাঙ্গাইল, এমএ রৌফ সাধারন সম্পাদক টাঙ্গাইল শহর আওয়ামীলীগ, শহীদুল ইসলাম হাশেম সাবেক সাধারন সম্পাদক টাঙ্গাইল জেলা বার সমিতি,মইনুল হক লিটন ৪ নং কাউন্সিলর টাঙ্গাইল পৌরসভা, সহ অভিভাবক ও ছাএছাএীবৃন্দ।