দেলদুয়ারে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:৫৬ পিএম, সোমবার, ১৫ আগস্ট ২০২২ | ৩৯২

টাঙ্গাইলের দেলদুয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন প্রামান্যচিত্র প্রদর্শন, যুব ঋণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল- ৬  (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মহমুদুল হাসান মারুফ প্রমুখ ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বাহাউদ্দিন রিজভী, অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবা কর্মকর্তা মো. মোবারক হোসেন।