কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীনবরন অনুষ্ঠিত


টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এতিহ্যবাহী কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭শে জানুয়ারি (শনিবার) সকাল ১১ টায় কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ে চত্তরে ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের নবীণ বরণ ও এসএসসি পরীর্ক্ষাথীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
প্রথমে ৬ষ্ঠ শ্রেনীর নবীন ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করা হয় ৷ দ্বিতীয় পর্বে বিদায়ী পরিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌরমেয়র শহিদুজ্জামান (শহীদ)।
আরো উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জলিল সরকার, সাবেক ইউপি সদস্য আবু তালেব, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক আশুতোষ দেব, সোহরাব উদ্দিন, মুনসুর আলী, বছির উদ্দিন,মনিরুজ্জামান মনির, মিজানুর রহমানসহ অভিভাবক সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন রফিকুল ইসলাম (রফিক মাস্টার) ৷