'প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সেতুর নাম পদ্মা সেতুই হবে'

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ | ৫৯২

সেতুর নাম পদ্মা সেতুই হবে। প্রধানমন্ত্রী এমনটাই জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, জুন মাসের শেষের দিকে পদ্মা সেতুর উদ্বোধন হবে। এ বিষয় নিয়ে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রী কথা বলবেন।

আজ বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদসচিব বলেন, সেতুর নামকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি। এর নাম পদ্মা সেতুই হবে। এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন।

পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতুর টোল নির্ধারণ করা হয়েছে ফেরি খরচের দেড় গুণ হিসাবে। তবে যদি বেশি মনে করা হয়, তবে সরকার সেটা বিবেচনা করবে বলে জানান সচিব।