কালিহাতী উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা হওয়ায় আনন্দ মিছিল

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭ পিএম, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮ | ৯৮৮


কালিহাতী প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিহাতী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনায় আনন্দ মিছিল করেছে উপজেলা যুবলীগ। বুধবার বিকেলে কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণঃরায় কার্য্যালয়ের এসে শেষ হয়।

২৩ জানুয়ারি নুরুন্নবী সরকারকে সভাপতি ও শাহ আলম মোল্লাকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগ।

এ কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি সেলিম সিকদার,সহ-সভাপতি পরিতোষ কুমার সেন,যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ পারভেজ আনসারী,যুগ্ম সাধারন সম্পাদক আতিক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম সুমন। কমিটির বাকী সদস্যদের নাম ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শনে গিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

এদিকে দীর্ঘ ৪৬ বছর পর কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা হওয়ায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাসান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলা আওয়ামীলীগ ও টাঙ্গাইল জেলা যুবলীগের নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।