ভূঞাপুরে সাংবাদিক মানিকের বোন আর নেই, দাফন সম্পন্ন 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:১২ পিএম, সোমবার, ২৮ মার্চ ২০২২ | ৪২০
টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খবরপত্র পত্রিকার ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি তৌফিকুর রহমান মানিকের বড় বোন এবং সাবেক কৃতি ফুটবলার মরহুম এখলাস উদ্দিনের মেয়ে মাহমুদা সুলতানা এ্যানি মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহ.......রাজিউন। 
 
তার গ্রামের বাড়ী উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই। এ্যানি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে ইমরানের স্ত্রী।
 
রবিবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩৩)। এ্যানি দুই শিশু কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
পরিবার সূত্রে জানা যায়, মানিকের বোন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। হঠাৎ করে তার শরীরিক অবস্থা অবনতি হলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত সাড়ে ১০ টায় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
 
সোমবার (২৮ মার্চ) সকাল ৯ টায় তার বোনের শ্বশুর বাড়ী উপজেলার বাগবাড়ীতে প্রথম জানাজা নামাজ শেষে নিজ গ্রামের ভারই দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০ টায় টায় দ্বিতীয় জানাজা শেষে ভারই কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
 
মানিকের বোনের মৃত্যুতে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু ও সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।