সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠিত


টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের ২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২৪ মার্চ) সকালে কলেজ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন ।
সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুজ্জামান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।