ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে গলফ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ


টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিনব্যাপী হ্যাবিট বৈশাখী কাপ গলফ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ও হ্যাবিট এর চেয়ারম্যান আলহাজ¦ মো: ছানোয়ার হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নূর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার এনডিসি পিএসসি।
এ সময় টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান হ্যাবিটের বিভিন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।