কালিহাতী প্রেসক্লাবের নয়া কমিটির সভাপতি আনোয়ার-সম্পাদক দাস পবিত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ | ৪১৪

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নয়া কমিটিতে সভাপতি পদে মীর আনোয়ার হোসেন(সমকাল) ও সাধারণ সম্পাদক পদে দাস পবিত্রকে(বাংলা টিভি) মনোনিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) কালিহাতী উপজেলা পরিষদের হলরুমে দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যকরী কমিটি গঠন করা হয়। 

টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালিহাতী প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার কাজী জাকেরুল মওলা নয়া কমিটির সাংগঠনিক কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। 

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি কামরুল হাসান (পূর্বাকাশ), রাইসুল ইসলাম লিটন (যায়যায়দিন), যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা(বাংলাদেশ বুলেটিন), মনির হোসেন (সময়ের কাগজ), কোষাধ্যক্ষ লতিফ তালুকদার (আজকের দর্পন), ক্রীড়া সম্পাদক নুরুন্নবী রবিন (বাংলাদেশের আলো), সাহিত্য সম্পাদক আনিসুর রহমান শেলী (দৈনিক গণমুক্তি), দপ্তর সম্পাদক মনসুর হেলাল (আজকের পত্রিকা)। কার্যকরী কমিটির সদস্যরা হলেন- শাহ আলম (মজলুমের কণ্ঠ), রশিদ আহমদ আব্বাসী (দৈনিক জবাবদিহি), তারেক আহমেদ (যুগান্তর), মুসফিকুর রহমান মিল্টন (মানবকণ্ঠ) ও সুমন ঘোষ (ডেইলি নিউজ মেইল)।

দুই পর্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারি। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিহাতী প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান মিয়া।