শঙ্কায় প্রার্থী-ভোটাররা

ভূঞাপুরে স্থগিত কেন্দ্রের ভোট আামীকাল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫২ পিএম, রোববার, ৬ ফেব্রুয়ারী ২০২২ | ৪৭৫

টাঙ্গাইলের ভূঞাপুরে জোরপূর্বক ভোট দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় স্থগিত হওয়া উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দিকে নজর রাখছেন উপজেলাবাসী।

এ কেন্দ্রে সোমবার ৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্থগিত কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে আবারো সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও সাধারণ ভোটারা।

উপজেলা অলোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনজন প্রার্থী চেয়াম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম রফিক (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র শরিফুল ইসলাম সরকার শরিফ (আনারস) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল) প্রতীকে। এ কেন্দ্রে মোট ৩ হাজার ৩২ ভোটার রয়েছেন।

ভোটাররা বলছে, গত ২৬ তারিখে নির্বাচনের দিন সকালে আওয়ামী লীগ মনোনীত নৌকার কর্মী-সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেলের কর্মী-সমর্থকদের মাঝে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার রেশ এখনো রয়ে গেছে।

আবারো নির্বাচনের দিনও বড় ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে প্রার্থীরা একে অপরের কর্মী-সমর্থকদের নানাভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে। 

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা জানান, স্থগিত হওয়া আকালু কেন্দ্রে পুনরায় ভোট সোমবার ৭ ফেব্রুয়ারি। এখন পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি। 

গত ২৬ ডিসেম্বর উপজেলায় ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোরপূর্বক ভোট প্রদানকে কেন্দ্র করে নৌকা ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন।

অলোয়ায় ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা। এরমধ্যে নৌকা ৪ হাজার ৮৫৫ ভোট, আনারস ৬ হাজার ৯ ভোট ও মোটরসাইকেল ৪ হাজার ৫২৭ ভোট পেয়েছেন। ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকার চেয়ে ১ হাজার ১৫৪ ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক।