মির্জাপুরে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৫ পিএম, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ | ৪৮১

টাঙ্গাইলের মির্জাপুরে কৃষির নিবিরতা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে এগারটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এই যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় পাল প্রমুখ।

কম সময়ে এবং কম খরচে ভুট্টা মাড়ায়ের জন্য মযমনসিংহ অঞ্চলের কৃষকদের কৃষির নিরিতা বৃদ্ধি করন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার চারজন কৃষকের মধ্যে চারটি ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।