জরিমানা করে দিয়েছে প্রশাসন

ভূঞাপুরে অবশেষে জব্দ করা সেই বেকু ও ট্রাকগুলো

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৮:৪০ এএম, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | ৫৩৮

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে জব্দকৃত মাটি কাটার যন্ত্র (বেকু) ও ট্রাকগুলোর মালিকদের জরিমানা করে ছেড়ে দিয়েছে প্রশাসন। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জব্দ করা ৫ বেকু ও ৪ ট্রাকের মালিকদের ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: ইশরাত জাহান ।

এরআগে গত ২১ এপ্রিল উপজেলার জগৎপুরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলণ ও বিক্রির দায়ে ১১ জনকে ২০দিনে বিনাশ্রম কারাদন্ড এবং ৫টি বেকু ও ৪টি ট্রাক জব্দ করা হয়। তবে জব্দকৃত ট্রাকগুলোর কয়েকটির কোন লাইন্সেস নেই। ফলে নম্বরবিহীন এসব গাড়ি জব্দ হলেও জরিমানা করে ছেড়ে দেয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহান বলেন, বালুর ঘাট থেকে জব্দকৃত মাটি কাটার যন্ত্র (বেকু) ও ট্রাকগুলোর মালিকদের সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে জরিমানার টাকা আদায় করে সেগুলো ছেড়ে দেয়া হয়েছে।