ঝিনাইগাতীতে আনসার ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১২ পিএম, রোববার, ২১ জানুয়ারী ২০১৮ | ৪৫৮

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আনসার ভিডিপি’র বাৎষরিক সমাবেশ রবিবার সকালে উপজেলা শহীদ মিনার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার প্রদান করেন, শেরপুর জেলা কমান্ডেন্ট (অতিঃদাঃ) মোঃ আম্মার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক মোঃ আশরাফুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিআই গালিফ, ধানশাইল ইউনিয়নের ভিডিপি কমান্ডার আজিজুল হক, মালিঝিকান্দা ইউনিয়নের সভানেত্রী রহিমা বেগম প্রমূখ।

উক্ত সমাবেশে ১২জন আনসার ভিডিপি’র সদস্যকে পুরস্কার প্রদান সহ ২শত আনসার ভিডিপি’র সদস্যের প্রত্যেককে ২শত ৩০টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়।

এ সমাবেশে উপজেলার সকল আনসার ভিডিপি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।