করোনা টিকার কার্ড পকেটে নিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেলেন পিকআপ চালক


করোনার টিকা ও জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি) কার্ড পকেটে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মো. জুয়েল মিঞা (২৯) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। টিকার কার্ডের তথ্যমতে, তিনি জেলার ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মো. তারা মিঞার ছেলে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু সেতু-জামালপুর রেললাইনের উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা-খড়ক রেল ক্রসিং নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টায় পিকআপ চালিয়ে ওই এলাকায় অরক্ষিত রেললাইন পার হচ্ছিল। জামালপুরগামী যাত্রীবাহী ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনগামী ট্রেনটি পথিমধ্যে ওই এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় অটোভ্যানটি রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশের সংবাদ দেয়ার পর পুলিশ সদস্যরা সেখানে গিয়ে কোন মরদেহ দেখতে পায়নি। এরআগেই অজ্ঞাত ব্যক্তির মরদেহ হাসপাতাল থেকে কে বা কারা নিয়ে গেছেন তা জানা যায়নি। তবে, অজ্ঞাত লোকটি ট্রেনে কাটা পড়ে মারা যায়। তার বাড়ি ঘাটাইলে। পরিচয় জানার চেষ্টা অব্যাহত।