ভূঞাপুরে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রি, ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৬ পিএম, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ | ৫৩৯
টাঙ্গাইলের ভূঞাপুরে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রি করার অপরাধে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান সাংবাদিকদের জানান, পাটের তৈরি বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় তিন মুদি ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।