টাঙ্গাইলে ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, রোববার, ২১ জানুয়ারী ২০১৮ | ৫১৩

টাঙ্গাইলে ২০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে টাঙ্গাইল থানা পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশেকপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হচ্ছে শহরের দেওলা এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৩৪)। টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশেকপুর বাইপাস এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আসামি মো. শফিকুল ইসলাম টেকনাফের উখিয়ায় দ্বিতীয় বিবাহ করে। সেই দ্বিতীয় স্ত্রীর মাধ্যমেই টাঙ্গাইলে সপ্তাহে ১০ হাজার পিচ ইয়াবা নিয়ে আসে। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে তিনি জানান।