টাঙ্গাইলে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১০ পিএম, শনিবার, ৮ জানুয়ারী ২০২২ | ৪৫৮

টাঙ্গাইল সদরে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে উপজেলার রাবনা বাইপাসের নাহার গার্ডেন ফিলিং স্টেশন এর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তাল পট্রি গাজীপুর গ্রামের সালাউদ্দিন ফারুকের ছেলে শিপন মিয়া (২০), একই উপজেলার মুরাদ কালী কাপুর গ্রামের আব্দুল আলম খন্দকারের ছেলে শাওন খন্দকার (২০)।

এসময় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। 

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আসামীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।