টাঙ্গাইলে নাসির গ্লাস ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট


টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাস এন্ড এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ ডিসেম্বর) রাত এগারোটার দিকে অগ্নিকান্ড শুরু হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারি পরিচালক মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. রেজাউল করিম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত গ্লাসওয়্যার কারখানাটিতে রাত ১১ টার দিকে অগ্নিকান্ডের সূচনা হয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে টাঙ্গাইল, মির্জাপুর,বাসাইল, সখিপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিট কাজ করছে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন যাতে ছড়িয়ে না পরে সে বিষয়ে কাজ করে যাচ্ছি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নিচতলার একটি গোডাউনে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।