ঘাটাইল হানাদারমুক্ত দিবস উদযাপন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০০ পিএম, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ | ৪০৯
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
 
১০ই ডিসেম্বর (শুক্রবার) ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আনন্দ র‍্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে।
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন।
 
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) আজাহারুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান(বীরপ্রতিক), সাবেক উপজেলা কমান্ডার হাবিবুর রহমান খান, সাবেক উপজেলা কমান্ডার তোফাজ্জল হোসেন, সাবেক উপজেলা সহকারি কমান্ডার এমদাদুল হক খান (হুমায়ন)।
 
উলেখ্য, ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা হানাদার মুক্ত হয়।