কালিহাতীতে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩০ পিএম, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮ | ৪৬৯

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া RHD বিলবর্ণী বাজার রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলার বাংড়া ইউনিয়নের বিলবর্ণী বাজারে উপজেলা এলজিইডি’র আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোলাকুড়া বিলবর্ণী বাজার রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ তোতা,বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টো, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজনু প্রমুখ।