তেঁতুলিয়ায়  বাংলাবান্ধা বাইপাস সড়ককে 

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কিন্ডার গার্ডেন শিক্ষকের

 আমিরুল ইসলাম
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১ | ৫১৮
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এরশাদ হোসেন (৪৫) নামে এক কিন্ডার গার্ডেন শিক্ষকের মৃত্যু হয়েছে৷ 
 
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর)  দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বাংলা টি কারখানার সামনে তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। 
 
জানা গেছে,মৃত এরশাদ হোসেন একই উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ভুলাসুজোত এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে। এবং তিনি ভুলাসুজোত কিন্ডার গার্টেনের শিক্ষক ছিলেন৷ 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে এরশাদ হোসেন তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সর্দারপাড়া বাংলা টি কারখানার সামনে গেলে এসময় বাংলাবান্ধাগামী একটি ট্রাক পিছন দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে এরশাদ হোসেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন  
 
এদিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান ট্রাকের ধাক্কায় ওই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।