ভূঞাপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ উপলক্ষে মহিলা সমাবেশ


টাঙ্গাইলের ভূঞাপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার ফলদা এসএন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের মধ্যে আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, াশক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক ও মানুষিক স্বাস্থ্য, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ব্র্যান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের উপর আলোচনা করা হয়।
ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নার্গিস আক্তার, জেলা তথ্য অফিসার তসলিমা জান্নাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জে ও এম তৌফিক আযম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি শিক্ষাবিদ মির্জা মহীউদ্দিন আহমদ, ফলদা এস এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম, সাংবাদিক অভিজিৎ ঘোষ, দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মাহমুদ আলী, এস এন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আলমসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।