টাঙ্গাইলে কালিহাতীতে
পাঁচশত পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার


টাঙ্গাইলের কালিহাতীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ ।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, ১৭ জানুয়ারি সন্ধ্যায় এস আই আব্দুল হামিদ,এ এস আই শামসুল কবীর ও এ এস আই সোহেলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংহটিয়া এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে হাতে নাতে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কস্তুরীপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে বিপ্লব মিয়া(১৯) ও একই উপজেলার নোয়াবাড়ী গ্রামের হাজী মোঃ আব্দুল খালেকের ছেলে শফিকুল ইসলাম(৩০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।