ভুঞাপুরে পরিবার ভিত্তিক ঋণ কর্মসূচীর প্রশিক্ষণ

ভুঞাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮ | ৫১৯

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত পরিবার ভিত্তিক ঋণ কর্মসূচীর ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বুধবার সকালে গোবিন্দসী ক্যাডেট স্কুল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

উপজেলা যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব উন্নয়ন অধিদপ্তর (অতিরিক্ত দায়িত্ব) উপ-পরিচালক আবদুল বাছেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক মিঞা, গোবিন্দসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকরাম উদ্দিন তারা মৃধা, ভ‚ঞাপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহ আলম প্রামনিক, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অভিজিৎ ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কুদ্দুস, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুর রশিদ, কোরবান আলী, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।