বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লীগ-২০২১

উদয়ন ক্লাবের কষ্টার্জিত জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ পিএম, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ | ৪২৫

জেলা শহরের এক সময়ের সাড়া জাগানো ফুটবল ক্লাব উদয়ন ক্রীড়া চক্র অতি কষ্টে খায়রুলের দেওয়া একমাত্র গোলে ভাসানী ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করল।

বৃহস্পতিবার (২৩সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত বঙ্গবন্ধু ১ম প্রথম বিভাগ ফুটবল লীগের ৪র্থ দিনে “ক” গ্রুপের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হল। 

খেলায় আক্রমন পাল্টা আক্রমন থাকলেও খেলায় গোল হওয়ার মতো আক্রমন চোখে পড়েনি। প্রথমার্ধ সাদামাঠার খেলার ফল গোলশুন্য ড্র।

যদি দু’দলের ২টি বিক্ষিপ্ত আক্রমন দু’দলের গোলবারে প্রতিহত হয়েছে। খেলার দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটের সময় খেলার একমাত্র গোলটি হয়।

কর্ণার থেকে ভেসে আসা বল ভাসানীর বক্স্রে জটলা পড়লে সুযোগ সন্ধানী স্টাইকার খাইরুল প্লেসিং শটে বল জালে ঠেলে দেয়(১-০) খেলায় পিছিয়ে পড়ে ভাসানী জোরালো কোন আক্রমন না করতে পারায় খেলায় সমতা আসেনি। 

আবার উদয়ন ক্রীড়া চক্র পাল্টা আক্রমন থেকে কোন গোল না করলে একমাত্র গোলেই বিজয়ী বেশে মাঠ ত্যাগ করে। 

দু’দলে যারা খেলেছে। উদয়ন ক্রীড়া চক্র হয়ে খেলেন আতিক, রেজাউল করিম, মুন্না আহমেদ, হৃদয় , মোমিন, শুভ খান, মুরাদ, সাগর, খায়রুল, মিজানুর রজমান পলাশ(অধিনায়ক)/শাহ পরান,ও সজিব।

ভাসানী ক্লাব হয়ে খেলেন হাফিজুর, জয়নাল, মেহেদী, রাজু, সঞ্জিত, সুজন, করিম(অধিনায়ক), আল আমিন, সাইদুল জনি ও আরিফ। রেফারী- সুলতান মাহমুদ, সহকারী রেফারী- রুবাই হাসান, হারুর অর রশীদ ও আমেনা আক্তার।  

 আগামীকালের খেলা- ইলেভেন বুলেটস ক্লাব বনাম পূর্বাচল ক্লাব।