বেশি দামে ও মেয়াদ উর্ত্তীন ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসী মালিককে জরিমানা


টাঙ্গাইলে বেশি দামে ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসী মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালিত।
প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন।
প্রেসবিজ্ঞপ্তির তথ্যে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় বেশি দামে ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোড এলাকার নিউ ললিতা মেডিকেল হলকে ৪০ হাজার ও শহীদ ইউনানী ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন টাঙ্গাইল ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী।