টাঙ্গাইলে দালাল চক্রের ২৭ সদস্যকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩০ পিএম, রোববার, ৫ সেপ্টেম্বর ২০২১ | ৪৩৭

টাঙ্গাইলে সংঘবদ্ধ দালাল চক্রের ২৭ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-১২ সদস্যরা।

টাঙ্গাইলের র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানী লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

দন্ডপ্রাপ্তরা টাঙ্গাইল সদর, মির্জাপুর, দেলদুয়ার, গোপালপুর, ঘাটাইল, নাগরপুর ও কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

র‌্যাব কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে ১২ জন, পাসপোর্ট অফিস থেকে আট জন ও বিআরটিএ অফিস থেকে সাত জনসহ মোট ২৭ জনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ওঠানো হয়। এসময় টাঙ্গাইলের সিনিয়র সহকারী কমিশনার গোলাম মাসুম প্রধান আটককৃতদের সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।