টাঙ্গাইলে দুই জেএমবি সদস্যের তিনদিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৯:৩১ পিএম, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮ | ৪১৪

টাঙ্গাইলের কালিহাতীতে মসিন্দা গ্রামে গ্রেফতার দুই সহোদর জেএমবির সহযোগীকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার হামিদুল ইসলাম তাদের রিমান্ডের আদেশ দেন। এরা হলেন- আশফাকুর রহমান (২২) ওরফে আবু মাহির আল বাঙ্গালী এবং রাকিবুল হাসান (১৯) ওরফে আবু তাইদির আল বাঙ্গালী।

আদালত সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার সময় সিএমপি সদরঘাট থানার বালুরমাঠ সংলগ্ন একটি ৫ তলা ফ্ল্যাট থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট এই দুই জঙ্গিকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ১০টি গ্রেনেড ও দুইটি সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়। পরে তারা পুলিশের কাছে জেএমবির কাজে জড়িত থাকার কথা জানায় । এছাড়া তারা টাঙ্গাইলে গ্রেফতার দুই সহোদর ভাই জেএমবি সাথে জড়িত থাকার কথা জাড়িত থাকার কথা শিকার করে। পরে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে টাঙ্গাইলের র‍্যাব-১২ এর উপ-পরিদর্শক রবিউল ইসলাম তাদেরকে টাঙ্গাইল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালতের বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামে সৈয়দ আবুল হাসান চিশতি নামের এক পীরের বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি ড্রোনসহ দুই ভাইকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।