সরকারী কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে

টাঙ্গাইল পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮ | ৫৫৫

সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির দাবীতে টাঙ্গাইল পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের পূর্ন দিবস কর্মবিরতি পালন।

কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে ৯.০০ থেকে এই কর্মবিরতি শুরু হয়ে চলবে ১৬ ই জানুয়ারী বিকাল ৫.০০ পর্যন্ত।

এই কর্মবিরতিতে দাবী আদায়ের পক্ষে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নির্বাহী প্রকৌশলী মির্জা আরিফ, টাঙ্গাইল জেলা সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি সহকারী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী,টাঙ্গাইল জেলা সার্ভিস এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি, টাঙ্গাইল পৌর সভার সচিব শাহনেওয়াজ পারভীন, টাঙ্গাইল জেলা সার্ভিস এসোসিয়েশন এর সংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান খান রুবেল, জেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মোতালেব হোসেন, সহ-সভাপতি শওকত হোসেন, সহ-সংগঠনিক সম্পাদক আনন্দ চক্রবর্তী, এবং ক্যাশিয়ার মোঃ আমিনুর রহমান,মোঃ আসাদুজ্জামান জুয়েল সহ জেলা ও টাঙ্গাইল পৌর সভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

পূর্নাঙ্গ কর্মবিরতিতে জনদুর্ভোগের ব্যাপারে জানতে চাওয়া হলে টাঙ্গাইল জেলা সার্ভিস এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি, টাঙ্গাইল পৌর সভার সচিব শাহনেওয়াজ পারভীন বলেন,“ইতিপূর্বে আমরা এক দুই ঘন্টা করে কর্ম বিরতি করছি কিন্তু সরকার কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেনি।

তাই দুই দিনের পুর্নাঙ্গ কর্মবিরতি। জনদূভোর্গের কথা চিন্তা করে এবার আমরা টাঙ্গাইল পৌরসভাধীন সরবরাহের পানিকে কর্মবিরতির বাইরে রেখেছি।

কিন্তু দাবী আদায় না হলে প্রযোজনে ভবিষ্যতে সরবরাহের পানিকেও কর্মবিরতির আওতায় আনা হবে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আমরন অনশন সহ কঠোর কর্মসূচীর কথা জানান তিনি। তিনি জনদূর্ভোগের জন্য দূঃখ প্রকাশ করেন।”