বাসাইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি


সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দুই দিনব্যাপী কর্মবিরতি পালন শুরু করেছে।
সোমবার সকাল থেকে তাঁরা সকল কাজ বন্ধ রেখে এ কর্মসূচী শুরু করেন। এ কর্মসূচী টাঙ্গাইল পৌরসভাসহ জেলার সকল পৌরসভায় একযোগে শুরু হয়েছে।
বাসাইল পৌরসভার সচিব ও টাঙ্গাইল জেলা পৌরসভা সর্ভিসেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, বাংলাদেশ পৌরসভা সার্ভিসেস অ্যাসোসিয়েশনের ডাকে কর্মসূচী শুরু হয়েছে। টাঙ্গাইল পৌরসভাসহ জেলার সকল পৌরসভায় একযোগে সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত টানা এ কর্মবিরতি চলবে।
তিনি জানান, সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার দাবিতে দীর্ঘ দিন থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন দেশের ৩২৭টি পৌরসভার প্রায় ৩২ হাজার কর্মকর্তা-কর্মচারী।
সর্বশেষ তাঁরা গত ২৭ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচী হিসেবে দুই দিনের কর্মবিরতী ঘোষণা করা হয়।
সোমবার সকালে কর্মসূচীর শুরুতে বাসাইল পৌরসভার প্যানেল মেয়র জহিরুল ইসলাম পিন্টুও অংশ নেন।