অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:২৫ পিএম, রোববার, ১১ জুলাই ২০২১ | ৪৩৫

টাঙ্গাইলের কালিহাতীর এলেংজানী নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বলাই চন্দ্র মালো, আব্দুল কাদের, মহর আলী, মোকাদ্দেছ আলী, মাসুদা বেগম, মর্জিনা বেগম প্রমুখ। 

বক্তারা বলেন, কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী গ্রামের জালাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম শফির নেতৃত্বে ৫-৬ জন এলেংজানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে। এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় এতিমখানা, মহা-শ্মশানঘাটসহ মানুষের ভিটা-বাড়ি। প্রতিবাদ করলে মারপিট করা সহ মিথ্যা মামলার হুমকি দেয় বালু ব্যবসায়ীরা। ভূক্তভোগীরা প্রশাসনের হস্তাক্ষেপ কামনা করেছেন।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান বলেন, খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত শফিকুল ইসলাম শফির বক্তব্য পাওয়া যায়নি।