নাগরপুরে আওয়ামী লীগের মতবিনিময় সভা

নাগরপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১১ পিএম, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮ | ৬৫৪

টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পরিষদ মাঠ প্রাঙ্গণে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু।

সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান মো. দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম অপু, কৃষি ও সমবায় সম্পাদক ও সাবেক ভিপি মো. হুমায়ন কবীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, মো. কোহিনুর হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান শাকিল প্রমূখ। এসময় উপজেলা মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ আগে গয়হাটা ইউনিয়নে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান করা হয়েছে। টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহসানুল ইসলাম টিটুর নিজ উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।