বাসাইলে লকডাউন অমান্য করায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | ৪১২

টাঙ্গাইলের বাসাইলে মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে লকডাউন অমান্য করায় এবং বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের দুটি পৃথক অভিযানে ১১ জনকে সর্বমোট মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে বাসাইল পৌর এলাকা, বাসস্ট্যান্ড, কাঁচা বাজার ও জনবহুল স্থানে বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজুর হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিয়ান নূরেনের নেতৃত্বে দুটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং অর্থদ- হিসাবে ৮ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

অপরদিকে, নাহিয়ান নূরেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং অর্থদ- হিসাবে ৮ হাজার টাকা আদায় করেন।

এ সময় বাসাইল থানা পুুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা হয়। এছাড়া উক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ ব্যাপারে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন বলেন, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন মানতে জনগনকে উদ্ভুদ্ধ করা এবং জনসাধারনের মাঝে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষেই এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন না মানলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। লকডাউন অমান্য করার অপরাধে দুটি আদালতের মাধ্যমে ১১ জনের বিরুদ্ধে মামলা ও ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।