মির্জাপুরে শিক্ষার মানোন্নয় সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী সভা


টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা হয়েছে।
শনিবার সকালে উপজেলার রাজাবাড়ি ডিগ্রী কলেজ মাঠে এ সভা হয়। রাজাবাড়ি ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মির্জাপুর থানা অফিসার্স ইনজার্চ (ওসি) এ কে এম মিজানুল হক।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জল, রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান স্বপন ও রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান প্রমুখ।
পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী শপথ পাঠ করান। এর আগে ওসি মিজানুল হক রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সঙ্গে একই বিষয়ে আলোচনা করেন।