ঝিনাইদহে জমির নাম-খারিজ পর্চা হাতে হাতে পেল কৃষকরা

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০৭ পিএম, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮ | ৪৪২

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী আখ সেন্টারে অনুষ্ঠিত কৃষকের বিজয় মেলায় হাতে হাতে নাম খারিজের পর্চা পেয়েছেন কৃষকেরা।

নামপত্তনের আবেদন যাচাই-বাছায় শেষে উপজেলা নির্বাহী অফিসার কৃষকের হাতে এ পর্চা তুলে দেন। স্বাধীন কৃষক সংগঠনের পক্ষ থেকে বিষয়খালী বাজারে আয়োজন করা হয় বিজয় মেলার।

সেখানে মহারাজপুর ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে স্টল প্রদর্শণ করা হয়। স্টলে ওই এলাকার অর্ধ-শতাধিক কৃষক নানা পরামর্শ গ্রহণ করেন। সেই সাথে কয়েকজন কৃষক নাম-খারিজের আবেদন করেন।

জেলা প্রশাসক জাকির হোসেনের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম কাগজপত্র যাচাই বাছাই শেষে সরকার নির্ধারিত মুল্যে নিয়ে হাতে হাতে নাম খারিজের পর্চা কৃষকের হাতে তুলে দেন। এতে সন্তুষ্ট প্রকাশ করেন সেবাগ্রহীতা কৃষকেরা।