মদ ও ক্লাব নিয়ে আবারও উত্তপ্ত সংসদ


জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু তার বক্তব্যে বলেন, বোট ক্লাবের মতো উচ্চবিত্তের ক্লাবগুলোতে গ্যালনে গ্যালনে মদ বিক্রি হয়। কয়েক দিন ধরে একজন চিত্রনায়িকার বিষয়ে আলোচনা হচ্ছে। যেখানে ঘটনা ঘটেছে সেটা বোট ক্লাব। কে করল এই ক্লাব? শুনেছি ৫০-৬০ লাখ টাকা লাগে এসব ক্লাবে সদস্য হতে। সরকারি কর্মকর্তারা নাকি এসব ক্লাবে সদস্য রয়েছেন। কে কীভাবে এসব ক্লাবে সদস্য হন তা তদন্ত প্রয়োজন।
সরকারদলীয় সংসদ সদস্য শেখ সেলিম বলেন, জিয়াউর রহমান মদের লাইসেন্স দিয়েছেন। জাহজে গিয়ে নাচ দেখে সবাইকে মদ খাওয়ার অনুমোদন দিয়েছেন, তরুণ সমাজকে নষ্ট করেছেন। বঙ্গবন্ধু এই সংস্কৃতি বন্ধ করেছিলেন।
তিনি আরও বলেন, ত্বো-হা আদনানকে ফিরিয়ে দিতে হবে। বাজেট নিয়ে বলেন, বড় বাজেট করা হয়েছে যা ইতিহাসের সবচেয়ে বেশি ঘাটতি। এই বাজেট বাস্তবায়ন সম্ভব না। ব্যাংক ও শেয়ারবাজার আইসিইউতে চলে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
এ ছাড়া আরও একজন সংসদ সদস্য যুব সমাজকে রক্ষা করতে টিকটক বন্ধ করার আহ্বান জানান। বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে