আজ দেশে মৃত্যু ৯৮, শনাক্ত ৪০১৪ জন


নভেল করোনাভাইরাসের সংক্রমণে আজ দেশে ৯৮ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল ) সকাল ৮টা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়। এ নিয়ে দেশে ভাইরাসটির সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৭৮১ জনে। একই সময়ে আরো ৪ হাজার ১৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে শনাক্ত হওয়া কভিড-১৯ রোগীর সংখ্যা ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে আরও ৭ হাজার ২৬৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন হয়েছে।
আজকের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৪৯ টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৪২৯ টি নমুনা পরীক্ষা করা হয়।