কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নারী নিহত


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভূঙ্গাবাড়ী এলাকায় কালিয়াকৈর-ধামরাই সড়কে বৃহস্পতিবার সকালে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
কালিয়াকৈর থানার অপারেশন ওসি সেলিম পারভেজ জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।