কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু


টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) বিকেল ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকার ৮নং ব্রীজের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
দুই আরোহী হলেন- সিরাজগঞ্জ উপজেলার সিরাজগঞ্জ গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মো. আব্দুল্লাহ (৩০) ও সিরাজগঞ্জ পৌর এলাকা মিরপুর দক্ষিণ পাড়ার রাজ্জাক মুন্সির ছেলে আব্দুল্লাহ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, ধারণা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় ওই দুইজনের মৃত্যু হয়েছে।