টাঙ্গাইলে নতুন করে ৩৮জন করোনায় আক্রান্ত


টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৫ জন, মির্জাপুরে ছয়জন, মধুপুরে চারজন ও কালিহাতীতে তিনজন রয়েছেন।
এ নিয়ে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪৩৯৩জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৮জন। আরোগ্য লাভ করেছেন ৩৮৯০ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮৫ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৬৬২ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।