করোনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ এএম, শনিবার, ১০ এপ্রিল ২০২১ | ৫৩৮

প‌রি‌বেশ অধিদপ্তরের মহাপ‌রিচালক ( অতিরিক্ত সচিব) ড. এ কে এম র‌ফিক আহাম্মদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (১০ এপ্রিল) ভোর ৪:১৪ মি‌নি‌টে ইন্তে কাল ক‌রে‌ছেন (ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলাইহি রা‌জিউন)।  পরিবেশ মন্ত্রী, উপমন্ত্রী ও সচিব তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি গত ২৩ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

ড. এ কে এম র‌ফিক আহাম্মদ, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকুরিতে যোগ দিয়েছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র রেখে গেছেন।