দেশে করোনায় ৬ হাজার ছাড়াল মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, বুধবার, ৪ নভেম্বর ২০২০ | ৩৯৭

দেশে করোনাভাইরাস সৃষ্ট কভিড-১৯-এ আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এতে এ রোগে দেশের প্রথম মৃত্যুর সাড়ে সাত মাসের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেল। পাশাপাশি নতুন করে ১ হাজার ৫১৭ জন আক্রান্তসহ মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪ জন। 

এছাড়া বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৯১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন হয়েছে।