বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি আমিরুল ও মহা-সচিব মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, রোববার, ৪ এপ্রিল ২০২১ | ৮৫৮

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি পদে মোঃ আমিরুল ইসলাম ও মহা-সচিব পদে মীর মোঃ মোর্শেদুর রহমান নির্বাচিত হয়েছেন। শনিবার বেলা ১১ টায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ আন্তঃবিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নব-গঠিত কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য ও অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান।

কমিটিতে- সিনিয়র সহ-সভাপতি পদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সহ-সভাপতি পদে প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, মোহাম্মদ হামিদ হাসান নোমানী, মোঃ আবু হাসান, মোঃ খাইরুল আলম (নান্নু), এম তাজিম উদ্দিন ও তারেক মো: রাশেদ উদ্দিন, যুগ্ম-মহাসচিব পদে মোঃ নজরুল ইসলাম হিরা, মোঃ রফিকুল ইসলাম, ডাঃ আইরিন সুলতান ও মোঃ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সাখাওয়াত হোসেন, ডা. ফখর উদ্দিন, এ এম শাহাদাত হোছাইন জুয়েল, মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা, বাহাউদ্দিন গোলাপ, মোঃ আসাদুজ্জামান আসাদ ও মোঃ মোর্শেদ উল আলম রনি, কোষাধ্যক্ষ পদে মোঃ কামাল হোসেন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ শামীম হোসেন খান, দপ্তর সম্পাদক পদে মোঃ জসিম উদ্দিন বাদল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবদুল্লাহ্ আল মামুন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আবু মোহাম্মদ আরিফ, আইন সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম উজ্জল এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে জিনাত আমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দিলীপ কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।

কমিটি প্রকাশের পর শনিবার বেলা ১২ টায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ আন্তঃবিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের পক্ষ থেকে আট দফা দাবী পেশ করা হয়।

দাবিসমূহ হচ্ছে : ১. কর্মকর্তাদের প্রারম্ভিক বেতন স্কেল পুননির্ধারণ (শাখা কর্মকর্তা/সমমান ২৩০০০/-, সহকারী রেজিস্ট্রার/চীফ টেকনিক্যাল অফিসার/সমমান ৩৫,৫০০/- নির্বাহী প্রকৌশলী/সমমান ৪৩০০০/-, উপ-রেজিস্ট্রার/সমমান ৫০০০০/-, অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান ৫৬৫০০/- এবং রেজিস্ট্রার/সমমান ৬৬০০০/-); ২. দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন করা; ৩. সকল দপ্তর প্রধানসহ নন-টিচিং পদে কর্মকর্তাদের নিয়োগ বাধ্যতামূলক করা; ৪. শিক্ষকদের ন্যায় কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বৎসরে উন্নীতকরণ; ৫. সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট সভায় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সংবিধিবদ্ধ কমিটি সিন্ডিকেট, সিনেট ও রিজেন্ড বোর্ডে কর্মকর্তা প্রতিনিধি নিশ্চিতকরণ; ৬. সহজ শর্তে ও দ্রুততম সময়ের মধ্যে ৪% সরল সুদে কর্পোরেট ঋণ প্রদান; ৭. কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলককরণ এবং নিয়মিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের উচ্চশিক্ষার জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এবং ৮. কর্মকর্তাদের অতীত চাকরিকালের অভিজ্ঞতা গণনা সুষমকরণ ও বাস্তবায়ন।

এরপর বিকাল ৪ টায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নব-গঠিত কমিটির পক্ষ ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় বাংলাদেশের প্রায় ৩১টি পাবলিক বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।