নাগরপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ র‌্যালী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৭ পিএম, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ | ৭৯৪

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আনন্দ র‌্যালীটি উপজেলার গেট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ র‌্যালীতে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাবেক সাধারন সম্পাদক মো. আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ রাজীব, সাবেক ছাত্রলীগ নেতা রিপন খান টিটুন উপস্থিত ছিলেন।

আনন্দ র‌্যালী শেষে উপজেলা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন, দীর্ঘদিন পর হলেও আজ নাগরপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি পেয়ে সবাই খুশি। আগামী দিনের আন্দোলন সংগ্রামে এই কমিটি ভূমিকা রাখবে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে এই কমিটি এগিয়ে যাবে বলে বক্তারা আশাব্যক্ত করেন।

উল্লেখ্য বোরবার জেলা ছাত্রলীগের প্যাডে নাগরপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করেন। সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়া সহ ৩৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জেলা কমিটি।