একদিনে আরো ৩৫ জনের মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, রোববার, ২৮ মার্চ ২০২১ | ৫৫০

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গেল একদিনে ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৯০৪ জনের মৃত্যু হল। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯০৮ জন। যা প্রায় নয় মাসের মধ্যে সবচেয়ে বেশি। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৯৫ হাজার ৭১৪-তে।

আজ রবিবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেশের ২২৪টি ল্যাবের তথ্য তুলে ধরে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৮৮ হাজার ৮৩০টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ।

গেল একদিনে নিহতদের মধ্যে ২১ জন পুরুষ ও নারী ১৪ জন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ২১ জন।

বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে, করোনায় মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে দুজন, খুলনায় একজন এবং বরিশাল বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে।